ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দেশের প্রধান সব নদ-নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা -পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ঘন্টায় গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৪ টির, হ্রাস পেয়েছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, সুনামগঞ্জে ১২০ মিলিমিটার,মহেশখোলা ৬৩ মিলিমিটার এবং টাঙ্গাইল ৫০ মিলিমিটার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি